সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কাউনিয়ায় আট জুয়াড়ি আটক 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় আট জুয়াড়ি আটক 

রংপুরের কাউনিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে কাউনিয়া থানা  পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নে গদাই গ্রামের ওয়াপদা বাঁধের উপর থেকে  খেলার আলামতসহ তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন, অত্র উপজেলার হরিশ্বর গ্রামের মৃত নগেনচন্দ্র বর্মনের ছেলে সুকুমার বর্মন (৪৫), মৃত মনোরঞ্জন বর্মনের ছেলে শ্রী মন্টু রাম বর্মন (৩৮) গদাই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ ইসরাফিল (৩৮) মোহাম্মদ বাবু মণ্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল লতিফ (৩০) মৃত রজনীকান্ত বর্মনের ছেলে শ্রী সুজন বর্মন (৩৮) মৃত সাহাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আবিদুল ইসলাম (৩৯) মৃত আকবর হোসেনের ছেলে সাজু মিয়া (৩২), পাঞ্জর ভাঙ্গা গ্রামের রণজিৎ চন্দ্র বর্মনের ছেলে শ্রী শুভ চন্দ্র (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়াপদা বাঁধের উপর জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে  জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ